হাজী কাজী নজরুল ইসলামঃ
কে এই রাতে কবিতা লিখায় মগ্ন
কে আছো কার ধ্যনে।
কে আছো? রিজিকের ব্যবস্হায়
মস্তিষ্ক ব্যবহারের জ্ঞানে।
কে আছো আমার মাওলাকে যপ
কে কাঁদো তাঁর ভয়ে।
কে করোছো তাঁর বিপরীতে বসিয়া
শরাব হাতে লয়ে।
কে আছো সেজদায় লুটিয়ে পড়ি
ঘুমকে করিয়াছ ত্যগ।
কে বসে হারামের রোজগার নিয়া
আহারের তরে ভাগ।
কে আছো বসিয়া মানবতার জন্য
বিজ্ঞানের পথ খোঁজো।
ঔষধ চিকিৎসা দিয়া মানবতায়--
রাত কে ব্যবহার কর।
এই রাত কে আঁধারের সৃজন করে
গুরুত্ব দিয়োছো বেশী।
যে যারমত, ব্যবহার করিয়া জগতে
কেহ সুচী কেহ দূষি
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.