সেলিম চৌধুরী হীরাঃ
আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ মিনিটে কুমিল্লা -চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে পাঁচপাড়া নামক স্হানে এক দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটে৷ প্রত্যক্ষ দর্রশীর সূত্রে জানাযায়, কুমিল্লা -চাঁদপুর সড়কের মুদাফ্ফরগন্জ থেকে পাঁচপাড়ায় আসলে টংওয়ে ফিস ফিডের বিক্রয় প্রতিনিধি মোঃ রিয়াজ উদ্দিন পিতা মোজাফফর (ভোলা)কে একটি মটর সাইকেলে দুইজন সস্রর সন্ত্রাসী হামলা চালিয়ে তার নিকট থাকা হিরু১৬০ কুমিল্লা ল-১৩-০৪৯৮ মটর সাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে৷ এসময় আসে পাশের লোকজন ছুটে আসতে চাইলে সন্ত্রাসীরা গুলি চালায়৷ এতে টংওয়ে বিক্রয় প্রতিনিধির ডান পায়ের উরুতে একটি গুলিবিদ্ধ হয় এবং তাদের হাতে থাকা ষ্টাম্প দিয়ে তাকে বেধড় পিটুনি দেয়। অনেক গাড়ী ও মানুষের সমাগম দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়৷
এই ঘটনায় স্হানীয় লোকজন ৯৯৯কল করে পুলিশের সহায়তা চায়। দিনে দুপুরে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে।
এব্যাপারে লাকসাম থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ৯৯৯ এর সূত্র ধরে পুলিশ পাঠানো হয়েছে৷ ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে স্থানীয়দের বক্তব্য পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে৷ ভিকটিমকে পাওয়া গেলে নিশ্চিত করা যাবে৷
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.