কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখীল পুলিশ ফাঁড়ির অভিযানে গাঁজা বিয়ার ও ইস্কাফ সিরাপসহ এক মাদক কারবারীকে আটক করে পুলিশ।কোতয়ালি থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শরীফুর রহমান এসআই গোলাম কিবরিয়া ও এএসআই হুমায়ুন কবীর অভিযান পরিচালনা করিয়া ০৭ কেজি গাঁজা,১০ বোতল ইস্কাফ,১৪ বোতল কিং ফিশার বিয়ার সহ আবুল কালাম আজাদ নামক একজন মাদক ব্যবসায়ীকে ০৫ নং পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর সাকিনের ধৃত আসামির বাড়ির সামনে থেকে হাতেনাতে ধৃত করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।আটককৃত মাদক কারবারীর নাম আবুল কালাম আজাদ। তার বাড়ী জেলার আদর্শ সদর উপজেলার ৫ নং পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে।অভিযান পরিচালনাকারী ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শরীফুর রহমান জানান, কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার পিপিএম স্যারের এর নেতৃত্বে ও অফিসার ইনচার্জ কোতয়ালী থানা বখতিয়ার চৌধুরী স্যারের নির্দেশনায় এসআই গোলাম কিবরিয়া ও এএসআই হুমায়ুন কবীরহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি।এ সময় ৭ কেজি গাঁজা, ১০ বোতল ইস্কাফ, ১৪ বোতল কিং ফিশার বিয়ারসহ মাদক কারবারী আবুল কালাম আজাদকে তার বাড়ীর পাশ থেকে গ্রেফতার করি।এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। রবিবার গ্রেফতার মাদক কারবারী আবুল কালাম আজাদকে আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.