কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৪ দশমিক ৬%।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ০৯ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন সোমবার বিকেল ৫ টা দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১৫ আগস্ট রবিবার বিকেল থেকে ১৬ আগস্ট সোমবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
শনাক্তদের মধ্যে ১৮ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা।
বাকিদের মধ্যে আদর্শ সদরের ১, সদর দক্ষিণের ২, বুড়িচংয়ের ৩৬, চান্দিনায় ১৩, চৌদ্দগ্রামের ১, দেবিদ্বারের ৭, দাউদকান্দির ৩২,লাকসামের৩৩, লালমাইয়ের ৬,বরুড়ার ৫,মেঘনায় ৪, হোমনায় ১,ব্রাক্ষণপাড়া উপজেলার ৫ জন।
যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন,চান্দিনায় দুইজন করে রয়েছেন। বুড়িচংয়ের দেবিদ্বারের,চৌদ্দগ্রামের, মেঘনায়,লালমাইয়ের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে ছয়জন নারী এবংতিনজন পুরুষ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.