নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া (কক্সবাজার):
কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ আগস্ট ২০২৫) কৈয়ারবিল ইউনিয়নের বিন্দাপাড়া এলাকা থেকে মো. ইদ্রিস (প্রকাশ বুশাইয়া) নামে ওই আসামিকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত মো. ইদ্রিস (প্রকাশ বুশাইয়া) কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিন্দাপাড়া এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে। তার বিরুদ্ধে সিআর-২১৬/২৫ (কুতুবদিয়া) মামলা রয়েছে, যা দণ্ডবিধি ১৮৬০-এর ৪২০, ৪২০ ও ৫০৬(২) ধারায় দায়ের করা হয়েছে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান হোসেন বলেন, “ওয়ারেন্ট তামিল অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.