হাজী কাজী নজরুল ইসলামঃ
কবির মর্যাদায় কৃপনে অধ্যায়নে
অনেক কবিরাই পাজি।
এযাবৎ কাল ভাবিয়া দেখিয়াছি
যত চলে কারসাজি।
বিদ্রহীর রচনায় রবীন্দ্রের সায়
মিলিত কৃপনতায়।
তবুও বিদ্রহী কবি নজরুল দা
ছিল রবীন্দ্র বরণতায়।
আর অন্য কবিরা সেতারার বলে
করিয়াছে বিশ্ব জয়।
কত যে কষ্টে প্রতিষ্ঠা করিয়াছে
সুর তাল লয়।
ভাবি, আমাদের তো নগন্য চাষে
ফসল কি আর হবে?
হিংসার তরে কবিরা নিজেই দেখি
ভোগে কালা জ্বরে।
চেতনার বলনাই, নিমাই কানাই
কবি কবি লই ভাব।
বিমানের যুগে, চড়ুই ভাতির ছড়া
লিখিয়া হয়কি লাভ।
কবিরা আজি যদি তেল মারা শিখি
বাকিরা করিবে কি?
আমিতো দেখি বিতাড়িত পান্তায়
এখনো ছড়ায় ঘি।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.