কচুয়া (চাঁদপুর)সংবাদদাতাঃ
চাঁদপুরের কচুয়ায় ফ্রিজ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন নামের ২৮ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিহতের ভাই ইকবাল হোসেন নিশ্চিত করেছেন নিহত আনোয়ার হোসেন মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে ব্যবসা করতো। সে ওই গ্রামের আব্দুল বারেকের ছেলে। জানা যায়, শনিবার রাতে মেঘদাইর মাদ্রাসার দক্ষিণ পাশে তার নিজস্ব দোকানের ফ্রীজে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয়। স্থানীয়রা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত আনোয়ার হোসেনের দুটি পুত্র সন্তান রয়েছে। তার এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.