তোকে নিয়ে লিখি কথা,
একাকী আনমনে।
তোকে খুঁজি শব্দের ভাঁজে,
রোজ রাতে গোপনে।
তুই আমার রূপকথা,
তুই আমার চুপ কথা।
তুই আমার কল্পনাতে,
খুঁজে পাওয়া পূর্ণতা।
একা লাগে বড্ড একা,
যদি না পাই তোর দেখা।
মন পাড়ার রাজপথে,
তোর নামে আলপনা আঁকা।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.