রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের উজিরপুর উপজেলায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে বাবা মো. শাহ আলম খান (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা ছেলেকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা বলছে, আটক শাহারিয়ার শিমুল (৩৫) মাদকাসক্ত। তার বাবা মো. শাহ আলম খান (৬৫) বিদ্যুৎ বিভাগের সাবেক কর্মী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার
বড়াকোঠা ইউনিয়নের খাটিয়াল পাড়া গ্রামে সিকদার বাড়ির সামনে রাস্তার উপরে রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে সাবেক বিদ্যুৎ কর্মী মোঃ শাহ আলম খান(৬৫) কে তার ছেলে মোঃ শাহারিয়ার শিমুল (৩৫) নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেন।
এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাবার গলায় আটকে থাকে এবং অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে ঘটনাস্থলেই পিতা মৃত্যু হয়। এসময় ঘাতক পুত্রকে স্থানীয়রা আটক করে গাছের সাথে বেঁধে রাখে পুলিশে সোপর্দ করে।
প্রতিবেসীরা জানান নিহত শাহে আলমের দুই বিয়ে। ঘাতক শিমুল তার প্রথম স্ত্রী মৃত শেফালীর পুত্র তিনি মাদকাসক্ত ও নেশার টাকার জন্য প্রতিনিয়ত বাবাকে চাপ প্রয়োগ করতেন। প্রতিবেশীরা আরো জানান টাকা-পয়সা নিয়ে রোববার সকাল ১১ টায় পিতার সাথে পুত্রের বাগ-বিতণ্ডা হয়। তারই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে স্থানীয়রা দাবি করে
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক শিমুলকে স্থানীয় আটক করলে আমরা তাকে গ্রেফতার করি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.