মোঃ সেলিম উদ্দিন (কক্সবাজার)
উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
আটককৃত মাদক কারবারি হলেন হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম বড়বিল এলাকার মৃত মোজাহের মিয়া ছেলে মোঃ ছব্বির আহম্মেদ (৪৫)।
এসময় রত্নাপালং ইউনিয়নের রেজুপাড়া এলাকার বেলাল আহম্মেদের ছেলে নূরুল ইসলাম প্রকাশ মুনিয়া (২৫) নামের এক মাদক কারবারি পালিয়ে যায়।
৩ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩ টার দিকে উখিয়ার কোর্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব সূত্রে জানাযায়, উখিয়ার কোর্টবাজার এলাকায় গভীর রাতে ইয়াবা পাচারের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারি অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এসময় এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে জানায় র্যাব।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির হেফাজতে থাকা বস্তা তল্লাশী করে সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, ধৃত ও পলাতক আসামী পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্ত এলাকা হতে কম দামে ক্রয় করে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.