নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মীর মোঃ বকর সিদ্দিক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমা দেন।
মীর মোঃ আবু বকর সিদ্দিক ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা সভাপতি।
মনোনয়নপত্র জমা দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসলামিক ফ্রন্টের প্রার্থী (চেয়ার) মীর মোঃ আবু বকর সিদ্দিক বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হলে চেয়ার প্রতিকে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। লাকসাম ও মনোহরগঞ্জ এলাকায় আমাদের বেশ জনপ্রিয়তা রয়েছে। সাধারণ মানুষ পরিবর্তন চায়। আর আমি নির্বাচিত হলে এ অঞ্চলকে মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী ভাবধারায় একটি শান্তিপূর্ণ ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ'র লাকসাম উপজেলা আহবায়ক মাস্টার মোঃ মাহবুবুর রহমান, সদস্য সচিব মোঃ মহিউদ্দিন, সদস্য জহিরুল ইসলাম, আলাউদ্দিন, আবুল কাশেম, আব্দুল হান্নান, মারুফ হোসেন প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.