আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে একজন মাদক ব্যবসায়ীসহ ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলাে উপজেলার তিলাবুদুরী গ্রামের রহমানের ছেলে শাহিন (৩৫), একই গ্রামের ওকেনের ছেলে আব্দুর রহমান (৪০), তার স্ত্রী মাজেদা (৩৩), ভরতেঁতুলিয়া গ্রামের নজরুলের স্ত্রী মাজেদা (৩৫), পাঁচপাকিয়া গ্রামের ওয়াহেদের ছেলে আশিফ (২০), শাহাগোলা গ্রামের মোফাজ্জলের ছেলে মিজানুর রহমান (৩৫), বহলা গ্রামের আব্বাছের ছেলে শাহিন (৩৮) এবং মাদক মামলায় বিশাভাটাপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে পল্টু ওরফে নাহিদ (২০)। আত্রাই থানাপুলিশের অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারির পর থেকে তারা পালাতোক ছিলো। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাদেরকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.