আত্রাই (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা তাসির উদ্দিন আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার দুপুর ২ টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বাড়ি উপজেলার আহ্সানগঞ্জ ইউনিয়নের দিঘা গ্ৰামে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মরদেহে পুষ্পমাল্য অর্পণ এবং রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনারের মাধ্যমে তার নিজ গ্ৰামে দাফন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা তাসির উদ্দিনের এলাকায় তিনি ও তার পরিবারের ব্যাপক সুনাম রয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.