রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
qwপ্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার(২৪ অক্টোবর) শেষ হচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বাংলা পঞ্জিকা অনুসারে আজই শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজার যাবতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান। গত ১৪ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। এরপর একে একে ষষ্ঠী থেকে দশমী , সবগুলো তিথিতেই রাউজানের পূজামণ্ডগুলো ছিলো পুজারীদের বিনম্র প্রার্থনা আর নানান আনুষ্ঠানিকতায় পূর্ণ। মঙ্গলবার দশমীর দিন সকাল থেকেই পূজা শুরু হয়ে । দশমীর ভোরে মণ্ডপগুলোয় ছিল বিদায়ের বিষণ্ণ আবহ। সরজমিনে নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির পূজা মণ্ডপে গিয়ে দেখা যায়,পুজারি তিলক ভট্টাচার্য ও বিশ্বজিৎ ভট্টাচার্য ভক্তদের অঞ্জলীর মন্ত্রপাঠ করাচ্ছেন এবং ভক্তদের শান্তির জল প্রদান করছেন। এইসময় বৃষ্টির মধ্যে ও প্রচুর ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকালে দেবী অর্চনা শেষে বিভিন্ন মন্দিরে সিঁদুর খেলা ও আরতি নৃত্যে মেতে উঠবেন ভক্তরা। আয়োজনের অংশ হিসেবে হিন্দু সধবা নারীরা দেবীপ্রতিমাকে সিঁদুর পরিয়ে দেবেন। তারপর নিজেরা একে অন্যকে সিঁদুর পরাবেন। একইসাথে চলবে মিষ্টিমুখ করানো, ছবি তোলা ও ঢাকের তালে তালে নাচ-গান। উল্লেখ্য যে, এবার রাউজান পৌরসভা ও ১৪টি ইউনিয়নে ২৩৩টি মন্ডপে উৎসব মূখর পরিবেশে দূর্গাপূজা উদযাপিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.