লাকসাম প্রতিনিধি:
আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় কুমিল্লার লাকসাম স্টেডিয়াম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছূম ও মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ আঞ্চলিক মুখ্য সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহানসহ আরও অনেকে।
এদিকে জামায়াত আমিরের আগমন ও জনসভাকে সফল করতে বৃহস্পতিবার দুপুরে লাকসাম–মনোহরগঞ্জ আসনের প্রধান নির্বাচনী কার্যালয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনে জামায়াত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট বদিউল আলম সুজন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাহাবুদ্দিন হায়দার এবং লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার শাহ আলম।
তাঁরা বলেন, জনসভাকে ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2026 . All rights reserved.