আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি,(ব্রাহ্মণ বাড়িয়া)
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল থানার চৌকস অফিসারদের অভিযানে গত ২৬ জানুয়ারি ২০২৫খ্রি: সরাইল থানাধীন সরাইল- নাসিরনগর রোডে সরাইল ফায়ার সার্ভিস অফিসের সামনে ডাকাতি সংঘটিত করা কালে ১. মাসুদ আহমেদ শিপন (২২) পিতা-মোঃ মোস্তফা সাং-নাথপারা কালিকচ্ছ ২. আনোয়ার হোসেন আনার (৩৭) পিতা আবুল হোসেন সাং-লস্কর পাড়া কালীকচ্ছ উভয় থানা-সরাইল জেলা-ব্রাহ্মণবাড়িয়া। উভয়কেই ঘটনাস্থল'দ্বয়কে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ধৃত দুজনের কাছ থেকে দুটি রামদা উদ্ধার করা হয়। ধৃত ডাকাত আনোয়ার হোসেন আনার এর নিকট হতে সরাইল থানাধীন উচালিয়া পাড়া গ্রামোস্থ নুরুল আমিনের ছেলে ইফাজ উদ্দিন আহমেদ এর নিকট হতে ডাকাতি করা ১২০০/- টাকা ও মানি ব্যাগ উদ্ধার করা হয়। ধৃত ডাকাতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ তারিখ দিনভর অভিযান চালিয়ে ডাকাত বাবলু পিতা-ধন মিয়া সাং-গোগদ থানা-সরাইল জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে ছোরা'সহ গ্রেপ্তার করা হয়। ধৃত ৩জন ডাকাতের বিরুদ্ধে সরাইল থানা সহ পার্শ্ববর্তী থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ঘটনা সংক্রান্তে সরাইল থানার মামলা নং- ২৩ তারিখ ২৬জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ ধারা- ৩৯৫, ৩৯৭, ৪১২ পেনাল কোড রুজু হয়েছে। এস আই নুরুন্নবী মামলার তদন্ত করছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.