অনলাইন ডেস্ক
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ফাইল ছবি
রাজনীতিবিদদের একে অপরের প্রতি সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
প্রধান বিচারপতি বলেন, রাজনীতিতে মতভেদ থাকতেই পারে। তবে রাজনীতিবিদরা পরস্পরের প্রতি শ্রদ্ধা না থাকলে ভবিষ্যত প্রজন্ম ক্ষতিগ্রস্ত হতে পারে।
মানবাধিকারকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক নেতার যেমন মানবাধিকার আছে, রাজনৈতিক কর্মীর যেমন মানবাধিকার আছে, যিনি রাস্তায় আন্দোলন করবেন তারও মানবাধিকার আছে। যে পুলিশ দায়িত্ব পালন করছেন—তারও কিন্তু মানবাধিকার আছে। সেও একটি মানুষ; এই বিষয়টি আমরা মনে হয়, গুলিয়ে ফেলি।
তিনি আরও বলেন, একজন মানুষ, অবশ্যই সংবিধান তাকে নিশ্চিয়তা দিয়েছে, রাস্তায় তিনি আন্দোলন করবেন, মিছিল করবেন, সবই করবেন। অতিরিক্ত বল প্রয়োগ তিনিও যদি করেন পুলিশের ওপর, আর পুলিশ যদি অতিরিক্ত বল প্রয়োগ করে; দুটিই কিন্তু অপরাধ। দুটিই কিন্তু মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে যায়। সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।
ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম চৌধুরী হীরা কর্তৃক সম্পাদিত৷ https://www.dhurbar.com, ০১৯৭১-১০১৪২৯
Copyright © 2025 . All rights reserved.